এখানে পৌঁছলে অবধারিতভাবে প্রথম প্রশ্ন জাগবে, কে এই ব্যাক্তি? ভাল, যুক্তিসঙ্গত প্রশ্ন। সত্যিই তো… কে আমি? কি আমার পরিচয়?
আমি তো জনসমক্ষে বলে বেড়াই আমি অত্যন্ত ব্যস্ত ব্যক্তি – কাজের শেষ নেই; তবে হঠাৎ ব্লগবাজি করে বেড়াচ্ছি কেন? তবে কি আমার পরিচয় এই, যে আমি এক মিথ্যেবাদী প্রতারক ফাঁকিবাজ?
অন্যদিক থেকে ভাবলে... ব্লগ বানায় সৃজনশীল লোকজন – তাহলে কি আমার মধ্যেও সৃষ্টির ইচ্ছে লুকিয়ে আছে? তাহলে কি আমি বেশ ঘ্যাম?
যদি ঘ্যামই হয়ে থাকি, নিজেই বুঝিনি কেন? তাহলে কি আমি অল্পবুদ্ধি টিউবলাইটবিশেষ, স্রেফ স্টার্টার লাগিয়ে ঝুলে পড়ার অপেক্ষায় আছি?
যদি তাইই হয়, আমি ডাহা গবেট, অতএব ঘ্যাম নই। তাহলে আমি একাধারে ঘ্যাম এবং অঘ্যাম – যা অসম্ভব। তাহলে কি আমি কেউই নই? আমার অস্তিত্বটাই কি মিথ্যে এবং অযৌক্তিক?
Not at all fair for you non- Bengali speaking fans!
ReplyDeleteতুই অভিষেক মুখার্জি ---- নিজে নিজের মতো।
ReplyDeleteeta boddo beshi antlamo hoye geche...ane ei lekha'tay affectation'ta boddo beshi lagche...mone hochche jor kore philosophical howar cheshta korecho...ek katha'e, tomar bhasha'e bolte gele...vague
ReplyDelete