BANNER CREDITS: RITUPARNA CHATTERJEE
A woman with the potential to make it big. It is not that she cannot: she simply will not.
PHOTO CREDITS: ANIESHA BRAHMA
The closest anyone has come to being an adopted daughter.

Tuesday, October 5, 2010

কি জ্বালা!

ছোটবেলায় পূজো যের'ম ভাল লাগত, আজকাল আর অত লাগেনা। মানে, ভাল না লাগা শুধু নয়, বেশ খারাপ লাগে। তাই এবারে চেয়েছিলাম, পূজোর অদ্ভুত বাণিজ্যিক উন্মত্ততা ছেড়ে বহুদূরে আসতে। দিব্যি ছিলাম, কলকাতায় থাকলে এতদিনে FM থেকে অফিস, সর্বত্র পূজো-পূজো করে সবাই মাথাখারাপ করে দিত।

পূজো যত এগোয়, মন তত খারাপ হয়, কারণ পুরোনো পূজোর কথা মনে পড়ে, আর বুঝতে পারি যে আবার পূজো আসবে, আর আবার রাগ, বিরক্তি, হতাশা ইত্যাদি চেপে ধরবে।

সে যাক্‌গে, দিব্যি ছিলাম, আশ্বিন মাস পড়ে যাওয়াকে পাত্তা না দিয়ে। হঠাৎ করে বাড়ি থেকে হাজার-হাজার মাইল দূরে, এখানকার অ্যাপার্টমেন্ট ক্যাম্পাসে দেখলাম, এই:


চক্রান্ত। পৃথিবীব্যাপী।

2 comments:

  1. lekhata pore jotota bhalo laglo seta bodhoy lekhar dhorontar jonyo noy...content tar jonyoi beshi kore... bhishon thik ei kothata... pujo ajkal kirokom palte gechhe... naki amrai?

    ReplyDelete
  2. কোনও এক মহাপুরুষ বলেছেন 'Change' is the only constant thing in this Universe (বা এইজাতীয় কিছু) ।

    ReplyDelete

Followers