BANNER CREDITS: RITUPARNA CHATTERJEE
A woman with the potential to make it big. It is not that she cannot: she simply will not.
PHOTO CREDITS: ANIESHA BRAHMA
The closest anyone has come to being an adopted daughter.

Sunday, May 2, 2010

ভাবুক-সভা

সেদিন ভাবুক-সভা পড়ছিলাম। একদম শেষে আছে ভাবের নামতা:

ভাবের পিঠে রস তার উপরে শূন্যি - ভাবের নামতা পড় মাণিক বাড়বে কত পুণ্যি
(ওরে মাণিক মাণিক রে নামতা পড় খানিক রে)
ভাব এক্কে ভাব, ভাব দুগুণে ধোঁয়া, তিন ভাবে ডিসপেপশিয়া - ঢেকুর উঠবে চোঁয়া।
(ওরে মাণিক মাণিক রে চুপটি কর খানিক রে)
চার ভাবে চতুর্ভুজ ভাবের গাছে চড় - পাঁচ ভাবে পঞ্চত্ব পাও গাছের থেকে পড়।
(ওরে মাণিক মাণিক রে এবার গাছে চড় খানিক রে)

মাণিক? মাণিক? বড্ড বাড়াবাড়ি রকমের সমাপতন নয় কি? এত শব্দ থাকতে মাণিক? উনি বড্ড জ্বালাতন করছিলেন, সেদিন, লেখার সময়? আমি জানি, শীগগিরি কেউ একটা ভাবুক-সভার প্রকাশনার দিন বের করে এটাকে ভুল প্রমাণ করে দেবে, কিন্তু ততদিন এটা আমার আবিষ্কার হয়েই থাক্‌!

2 comments:

  1. sotti bolte ki amio kintu eta kheyal korini...shei kobey porechhi....

    ReplyDelete
  2. thanku...ei lok take ami satty gurudev mone kori. onyojon official gurudev, besh thakur thakur byapar, bhalobasa r sathe onekta bhakti-srodhdha thate hoy; kintu ini ekebare moner manush, ekebare nirbhejal bhalobasa.

    ReplyDelete

Followers