BANNER CREDITS: RITUPARNA CHATTERJEE
A woman with the potential to make it big. It is not that she cannot: she simply will not.
PHOTO CREDITS: ANIESHA BRAHMA
The closest anyone has come to being an adopted daughter.

Friday, February 4, 2011

সুকুমারুশ

লক্ষ্মণের শক্তিশেলের গানগুলো ভাবছিলাম - হঠাৎ এই গানটা মনে পড়ল:

কুরো পাট্‌কিন্‌ কে? রোজেদ্‌ ভেনিস্কিই বা কে? গুগ্‌লের শরণাপন্ন হতেই হল।

Alexei Kuropatkin তো সহজ। ছিলেন রাশিয়ার যুদ্ধমন্ত্রী, ১৮৯৮ থেকে ১৯০৪ অবধি। মাকডেন এবং লিয়াওইয়াংএ জাপানের সঙ্গে যুদ্ধে রাশিয়ার চরম ছড়ানোর কথা আজই জানলাম। এঁকে কেন সুকুমার হিরো বানালেন ঠিক বুঝলাম না।

কিন্তু রোজেদ ভেনিস্কি? কে এই ব্যক্তি? Rojed, Rozed, Rojade, Rozadeএর সঙ্গে Venisky, Veniski চেষ্টা করলাম। তারপর ক্ষেপে গেলাম। পেতেই হবে... যেভাবেই হোক্‌। তারপর কি মাথায় এল - শব্দদুটো জুড়ে দিয়ে চেষ্টা করলাম।

Zinovy Rozhestvensky ছিলেন রুশ নৌবাহিনীর অ্যাডমিরাল। জাপানের সঙ্গে ৎশুশিমার যুদ্ধে ইনিই নেতৃত্ব দিয়েছিলেন।

গুরুদেব লোক ছিলেন বটে সুকুমার। কোত্থেকে খবরের কাগজ থেকে নাম-টাম তুলে দিয়ে আমাকে খাটিয়ে মারলেন।

7 comments:

  1. সুকুমার এখন পাঁচিলের ওপর বসে হাততালি দিয়ে হাসছেন। একজনকে অন্তত ঘোল খাওয়ানো গেছে।

    ReplyDelete
  2. অসাধারণ! চালিয়ে যান!

    ReplyDelete
  3. Boss, ঠিক একই ভাবে খুঁজতে খুঁজতে আমিও কুরোপাটকিন পর্যন্ত এগিয়েছিলাম। তারপর রোজেদভিনিস্কি খুঁজতে গিয়ে তোমার ব্লগের সন্ধান পেলাম। তাতে রোজেদভিনিস্কির সঙ্গে সঙ্গে তোমাকেও উপরি হিসেবে পেলাম।
    সুকুমারের যুগে নিশ্চয়ই ঐ নাম দুটো বেশ বিখ্যাত ছিল, নাহলে উনি কবিতায় এভাবে লিখতেন না।
    উপহার হিসেবে আমার লেখা 'খাই খাই'-এর একটা বর্তমান রূপ তোমাকে পাঠাতে চাই। কি করে পাঠাব জানাবে। আমার ই-মেল হলঃ nabarunghoshal@gmail.com
    শুভেচ্ছা সহ
    নবারুণ ঘোষাল
    ধানবাদ।

    ReplyDelete
  4. Jora laganor idea ta besh, "kuropatkin" keo uni bhenge likhechhen.

    ReplyDelete
  5. bha bhalo research korecho to!!

    ReplyDelete
  6. Admirable Sukumar,commendable write up. Too good.Thanks.Next time I wonder,shall refer to you.

    ReplyDelete

Followers