BANNER CREDITS: RITUPARNA CHATTERJEE
A woman with the potential to make it big. It is not that she cannot: she simply will not.
PHOTO CREDITS: ANIESHA BRAHMA
The closest anyone has come to being an adopted daughter.

Saturday, April 3, 2010

বাজে কোকিল

আমাদের বাড়ির কাছে কোথাও আজকাল রোজ একটা বাজে কোকিল ডাকছে। কোকিলের ডাক সাধারণতঃ আমার ভালই লাগে, কিন্তু এই কোকিলেরটা বাজে।

বাজে বলছি, কারণ যেই ও ডাক থামায়, হঠাৎ করে স্কুলের কথা মনে পড়ে; বা মনে পড়ে গরমকালের সেই দুপুরগুলোর কথা, যখন আমি সদ্য কাচা বেডকভা্রের গন্ধ শুঁকতাম উপুড় হয়ে; বা ছোটবেলায় চৌবাচ্চা পরিষ্কার করার দিন সকালে আমার চৌবাচ্চায় নেমে চান করার কথা; বা ভিক্টোরিয়া যাওয়া, বাবা-মার সঙ্গে; বা প্রথমবার সমুদ্র দেখার কথা; বা গানের লিস্ট বানিয়ে ক্যাসেটের দোকানে ব্ল্যাঙ্ক ক্যাসেট রেকর্ড করতে দেওয়া; বা মার কাছে গুণ করতে শেখা; বা ম্যাডক্স স্কোয়্যারে ক্রিকেট খেলা; বা বেলফুলের গন্ধ; বা চিত্রহার দেখা নিয়ে অশান্তি; বা আরও নানারকম; আর মনখারাপ হয়ে যায়।

আমার ঐ কোকিলটার ওপর সাংঘাতিক অভিমান।

3 comments:

  1. tate kokil bechari r dosh ta kothae dosh ta tor khub bhalo smritishoktir na?

    ReplyDelete
  2. aaji bosonto sesh er dike (calendar er hisab e bollchi)
    obhimaan kore ki korbe... nostalgic hoea chok bondho kore dirghosaas charte paro....

    ReplyDelete
  3. electrifying, shortlyApril 26, 2010 at 10:48 PM

    awwwww....

    ReplyDelete

Followers