মূল
গল্প: Blue Notebook No. 2
লেখক: Daniil Kharms
অনুবাদ
নয়, “ছায়া
অবলম্বনে”
***
সে
একটা বাবরিচুল লোক ছিল। লোকটার চোখও ছিল না, কানও ছিল না। বললে বিশ্বাস করবেন না,
লোকটার চুলও ছিল না, তাই আমার ধারণা যারা বলত ওর বাবরি চুল তারা সম্পূর্ণ অকারণে বলত।
এমনি এমনি, বানিয়ে বানিয়ে।
লোকটা
কথা বলতে পারত না, কারণ ওর মুখও ছিল না। নাকও না।
এমনকি
ওর হাত-পাও ছিল না। বুক-পেট-কিডনি কিচ্ছু না। পিঠও ছিল না, তার মানে লোকটা ছিল
মেরুদণ্ডহীন।
মানে
একেবারে কিছু ছিল না। সামান্যতম কিছুও না।
সমস্যাটা
কোথায় এতক্ষণে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। কিছুই ছিল না, তাই কার সম্পর্কে কথা বলছি বোঝানো
শক্ত।
তাই আমার
মনে হয় লোকটার ব্যাপারে আর কিছু না বলাই ভাল।
No comments:
Post a Comment