আমাদের বাড়ির কাছে কোথাও আজকাল রোজ একটা বাজে কোকিল ডাকছে। কোকিলের ডাক সাধারণতঃ আমার ভালই লাগে, কিন্তু এই কোকিলেরটা বাজে।
বাজে বলছি, কারণ যেই ও ডাক থামায়, হঠাৎ করে স্কুলের কথা মনে পড়ে; বা মনে পড়ে গরমকালের সেই দুপুরগুলোর কথা, যখন আমি সদ্য কাচা বেডকভা্রের গন্ধ শুঁকতাম উপুড় হয়ে; বা ছোটবেলায় চৌবাচ্চা পরিষ্কার করার দিন সকালে আমার চৌবাচ্চায় নেমে চান করার কথা; বা ভিক্টোরিয়া যাওয়া, বাবা-মার সঙ্গে; বা প্রথমবার সমুদ্র দেখার কথা; বা গানের লিস্ট বানিয়ে ক্যাসেটের দোকানে ব্ল্যাঙ্ক ক্যাসেট রেকর্ড করতে দেওয়া; বা মার কাছে গুণ করতে শেখা; বা ম্যাডক্স স্কোয়্যারে ক্রিকেট খেলা; বা বেলফুলের গন্ধ; বা চিত্রহার দেখা নিয়ে অশান্তি; বা আরও নানারকম; আর মনখারাপ হয়ে যায়।
আমার ঐ কোকিলটার ওপর সাংঘাতিক অভিমান।
tate kokil bechari r dosh ta kothae dosh ta tor khub bhalo smritishoktir na?
ReplyDeleteaaji bosonto sesh er dike (calendar er hisab e bollchi)
ReplyDeleteobhimaan kore ki korbe... nostalgic hoea chok bondho kore dirghosaas charte paro....
awwwww....
ReplyDelete