BANNER CREDITS: RITUPARNA CHATTERJEE
A woman with the potential to make it big. It is not that she cannot: she simply will not.
PHOTO CREDITS: ANIESHA BRAHMA
The closest anyone has come to being an adopted daughter.

Sunday, May 9, 2010

আজ

একটা অন্ততঃ প্রতিজ্ঞা করি নিজেদের কাছে:
বাইপাসের ধারে একটা হাসপাতাল আছে, মূলতঃ হৃদরোগীদের জন্য, নাম Rabindranath Tagore International Institute of Cardiac Sciences। আজ আমরা নিজেদের কাছে শপথ করি, হয়:
  • আজ, এই মুহূর্ত থেকে তাকে R N Tagore Hospital বলা বন্ধ করে রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতাল বলা শুরু করব, অথবা
  • ন্যূনতম লজ্জাবোধ থাকলে আমাদের সংস্কৃতি নিয়ে অন্যরা মন্তব্য করলে তাঁর নাম ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করব না।
কিছুই তো করলাম না তাঁর জন্য, মানুষও হলাম না: নিদেনপক্ষে বাঙালি হয়ে দেখাই।

6 comments:

  1. Ebong nijer matamat "Rabindranath " bolechhen bole chalabona..

    ReplyDelete
  2. আমি এটা আগেই শুরু করেছি । মজার ব্যাপার হল প্রচুর লোক আছে যারা ইচ্ছে করেই R N Tagore Hospital বলে আর ভাবে খুব কিছু কেত হল ! শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতাল বললে তারা খুব আওয়াজও দেয় ! তাদের উদ্দ্যেশ্যে সক্রেটিসের মত বলতে ইচ্ছে করছে "আমি ওদের থেকে বেশি জ্ঞানী, কারণ ওরা জানে না যে ওরা কিছু জানে না, কিন্তু আমি জানি যে আমি কিছু জানি না!"

    ReplyDelete
  3. Ami R.N. Tagore boli. Ar bolbo o. If it is about respecting Rabindranath Tagore, tahole amar mote sheta TNar kaaj bhalobeshei kora jaye.

    Jeta kora uchit sheta holo, Tnar lekha, gaan amader next generation er modhye bhore dewa. Aamar proshno kotojon baba-ma ajkal tader chele meyeder barite Rabindranath Thakurer chhora ba gaan mukhe mukhe shekhaye, school er syllabus er baire.

    So, stop worrying about the less important issues and start working on the bigger ones.

    ReplyDelete
  4. Bochhor ghurlo. Lokjon paltalona. Abar shei ek Facebook er status message. Ar abar apnar shei ek pratigya. :|

    ReplyDelete
    Replies
    1. চেষ্টা চলবে। যথাসাধ্য। :)

      Delete

Followers